এবার শুধুই কামিজ
সালোয়ারের বদলে প্যান্ট-পালাজ্জো। ওড়নার বদলে স্কার্ফ। আর কামিজের বদলে কামিজই থাকছে। কামিজের ধরন-ধারণে কিছুটা পরিবর্তন এসেছে কেবল। কাপড়, রং ও নকশায় এসেছে উৎসবের আমেজ। 'কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণীদের কথা ভেবেই সিঙ্গেল কামিজের যাত্রা।
সালোয়ারের বদলে প্যান্ট-পালাজ্জো। ওড়নার বদলে স্কার্ফ। আর কামিজের বদলে কামিজই থাকছে। কামিজের ধরন-ধারণে কিছুটা পরিবর্তন এসেছে কেবল। কাপড়, রং ও নকশায় এসেছে উৎসবের আমেজ। 'কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণীদের কথা ভেবেই সিঙ্গেল কামিজের যাত্রা।
সালোয়ার-কামিজের মতো বড় ওড়না সামলানোর ঝক্কি নেই। জিন্স বা লেগিংস দিয়ে আরামে ব্যবহার করা যায়। সিঙ্গেল কামিজ জনপ্রিয় হওয়ার বড় কারণ এগুলো।
সিঙ্গেল কামিজের সঙ্গে পালাজ্জো, প্যান্ট বা লেগিংস ইচ্ছেমতো ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটু ঘের দেওয়া কামিজের সঙ্গে ছড়ানো পালাজ্জো ভালো দেখায় না। লেগিংস বা প্যান্ট নিতে হবে ঘের দেওয়া কামিজের সঙ্গে। একটু চাপা কামিজের সঙ্গে অনায়াসেই নিতে পারেন পালাজ্জো বা এ-জাতীয় ডিভাইডার। গাউনের মতো লম্বা কামিজের সঙ্গে লেগিংস বা স্কিনি প্যান্টের কোনো বিকল্প নেই।
{{সুতি হ্যান্ড পেইন্ট কামিজ}}
{{সুতি হ্যান্ড পেইন্ট কামিজ}}
1200 BDT |
Qty: Add to Cart |
Currently item(s) in cart. |
|
Wow
ReplyDeleteSuperb
Delete